রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি গত ২৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেটে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, প্রোজেক্ট ডিরেক্টর পিপি রকি উদ্দিন রিপন, পিপি এডভোকেট এরশাদুর রহমান রিটু, রোটা. উজ্জ্বল কান্তি বড়ুয়া ক্লাব সেক্রেটারি, মো. রফিক উদ্দিন আহমদ, রোটা. কাজী আব্দুর রহিম মানিক।
অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি সুদীপ কুমার চন্দ, রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়ার, রোটা. জসিম উদ্দিন, সেক্রেটারি রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল, মোহাম্মদ নোমান, প্রতিষ্ঠাতা ‘নিবিড় বন্ধন’, মো. খালেদ হোসেন। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস পরিক্ষা, গাইনী, শিশু, চর্ম রোগের প্রায় চার শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় নারী পুরুষ ও শিশু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। বক্তারা বলেন, চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছে। ভবিষ্যতে আরো কর্মসূচি নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে ক্লাবের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধ কামনা করে। বিজ্ঞপ্তি