রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের বার্ষিক সাধারণ সভা প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দীনের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় আগামী রোটা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়। এরপর ক্লাব সার্ভিস প্রোজেক্ট এনায়েত বাজার অনিকেত ক্লাব পরিচালিত নৈশ স্কুলের একজন শিক্ষকের পক্ষে বার্ষিক ৭২,০০০ টাকার চেক অনিকেত ক্লাব সেক্রেটারি মো. ইকবাল চৌধুরীর হাতে হস্তান্তর করা হয়। ক্লাব সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রিজওয়ান শাহিদী, মো. মহিউদ্দিন, মোহাম্মদ হাসান, সুদীপ কুমার পাল, আহমেদ জামাল নাসের চৌধুরী, জাকের হোসেন, সাইফুদ্দিনসহ আরও অনেকে। রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। বিজ্ঞপ্তি