রোটারি ও রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের রক্তদান কর্মসূচি

31

গত ১৩ মার্চ শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের সেমিনার হলে রোটার‌্যাক্ট জেলা ৩২৮২ এর আয়োজনে এবং রোটারি ও রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের উদ্যোগে মোহাদান ৫.০ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সহ-উদ্যোক্তা ক্লাব ছিলো- রোটারি ক্লাব অব চিটাগাং রোজ গার্ডেন, রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউন, রোটারি ক্লাব অব চিটাগাং, রোটারি ক্লাব অব চিটাগং রিভারশাইন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ, রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি। সার্বিক সহায়ক হিসেবে ছিলো বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ফাতেমা বেগম রক্তদান কেন্দ্র। এতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ইসলামাবাদের সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আলতাফ মোহাম্মাদ হান্নান, রোটারিয়ান পিপি মুসলিম উদ্দিন, পিপি শফিকুল আলম খান, পিপি কাজি জাহেদ ইকবাল, রোটারি ক্লাব অব চিটাগংয়ের সভাপতি মোহাম্মদ মুসলিম ও চিটাগাং হিলটাউন রোটারি ক্লাবের সভাপতি দেবদুলাল ভৌমিক উপস্থিত ছিলেন। রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি মোহাম্মাদ আব্দুল আহাদ, রোটার‌্যাক্ট জেলা মহাদান সমন্বয়ক জাহিদ হোসাইন চৌধুরী এবং অন্যান্য জেলা নেতৃবৃন্দ। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি সিনান এবং সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন রোটার‌্যাক্ট ক্লাবের নবনির্বাচিত সচিব শাহাদাত হোসাইন রাদ।
রক্তদান কর্মসূচি মাহাদান ৫.০ তে দায়িত্ব পালন করেন রেড ক্রিসেন্টের মেডিকেল টেকনোলজিস্ট ফজলে রাব্বি, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের রক্ত বিভাগের উপপ্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী, মুক্তদল সদস্য আব্দুর রহমান অপি এবং মেহরুফ ইবনুল তাওসিফ। সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করার টার্গেট করে ৬৩ ইউনিট সংগ্রহ করা হয়। বিজ্ঞপ্তি