রোজায় অফিস সময় জানাল সরকার

1

পূর্বদেশ ডেস্ক

রোজায় সরকারি অফিসের কাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাপ্তরিক কাজ করেন সরকারি কর্মীরা।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোজার মাসে রবি থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। খবর বিডিনিউজের।
এছাড়া জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে।