রেললাইনে হেড ফোনে কথা না বলতে ও ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেলপুলিশের সভা

8

সীতাকুন্ড প্রতিনিধি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রেললাইনের উপর দিয়ে হাঁটা, রেললাইনে আড্ডা দেয়া, রেললাইনের উপর মোবাইলে কথা না বলা, রেললাইনে হাঁটার সময় কানে হেডফোন না লাগানো, ট্রেনের ছাদে, ইঞ্জিনে, বাম্পারে ভ্রমণ না করার জন্য সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট, বানু বাজার ও ভাটিয়ারি রেলওয়ে স্টেশন এলাকায় জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম রেলওয়ে অফিসার ইনচার্জ এস.এম শহীদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই তন্ময় ভট্টাচার্য্য, এস.আই ফারুক হোসাইনসহ উপজেলার ফৌজদারহাট, বানু বাজার ও ভাটিয়ারী রেলওয়ে স্টেশন এবং তার আশপাশ এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধ, রেললাইনের উপর দিয়ে হাঁটা, রেললাইনে আড্ডা দেয়া, রেললাইনের উপর মোবাইলে কথা না বলা, রেললাইনে হাঁটার সময় কানে হেডফোন না লাগানো, ট্রেনের ছাদে, ইঞ্জিনে, বাম্পারে ভ্রমণ না করার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের শপথ করানো হয় এবং রেলওয়ে আইন সংক্রান্তে অবগত করানো হয় ও বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয় । সভায় ফৌজদারহাট, বানু বাজার ও ভাটিয়ারী এলাকার স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে রেল লাইন ব্যবহারের সময় বিষয়গুলো মেনে চলার অনুরোধ করেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এস. এম শহিদুল ইসলাম।