রেজাউল করিমের সাথে ভোলা শ্রমিক সমিতির মতবিনিময়

32

গত ১৫ মার্চ রবিবার সকাল ১০ টায় এম. রেজাউল করিম চৌধুরীর নিজ বাস ভবনে সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান এর পরিচালনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ মেয়র পদ প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী এর সাথে চট্টগ্রামস্থ ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি এক মত বিনিময় সভা করেন। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এম. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন চট্টগ্রামে অবস্থানরত ভোলা জেলা শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ১৫ হাজার সদস্য পরিবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাস করছে। এদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন এবং তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রতীক নৌকা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান করেন। এতে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এম জসিম রানা, সহ-সভাপতি শহিদুল ইসলাম, লায়ন এ.কে.এম সাফিজুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস, মাও: আব্দুল্লাহ আল মামুন, মো: সোহাগ, মো: নিজাম উদ্দীন, মো: আকবর আলী, মজিব চৌধুরী, আব্দুল কাদের, মো: কামাল উদ্দীন, মো: সিদ্দীক, মো: মাকসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি