স্পোর্টস ডেস্ক
অ্যালেক্স হেলসের সেঞ্চুরি ও সাইফ হাসানের ঝড়ে দাপুটে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।
সোমবার বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। পরে ওই রান তাড়ায় নেমে এক ওভার আগেই জেতে রংপুর। এই ম্যাচে সবমিলিয়ে ৩১টি ছক্কার দেখা মিলেছে। যেখানে সিলেট মেরেছে ১৬টি ও রংপুরের ছক্কা ১৫টি। এর আগে ২৯ ছক্কার দেখা মিলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪) ও ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহীর (২০২৪) ম্যাচে। ৩ চার ও ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান করে ১৮তম ওভারে গিয়ে তানজিম সাকিবের শিকার হন সাইফ। ১০ চার ও ৭ ছক্কার ইনিংসে ৫৬ বলে অপরাজিত ১১৩ রান করেন এই ইংলিশ ওপেনার। এদিকে চার ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষেই আছে রংপুর।