চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে চলছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এই সিরিজে লড়ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডও। বুধবার করাচিতে সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে স্বাগতিক দল। করাচির জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৫ উইকেটে ৩৫২ রান। এই রান ৬ বল আর ৬ উইকেট হাতে রেখেই টপকেছে পাকিস্তান। গড়েছে বেশ কয়েকটি রেকর্ড। পাকিস্তানের ইতিহাসে ওয়ানডে সংস্করণে এটি সর্বোচ্চ রান তাড়া করা বিজয়।
শুধু তাই নয় চতুর্থ উইকেটে ২৬০ রানের জুটিটি গড়ে দারুণ এক রেকর্ড। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা ওয়ানডেতে গড়েছেন যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। আর চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ। ম্যাচ শেষে ১২২ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। আর ১০৩ বলে ১৩৪ রান করেন শেষদিকে লুঙ্গি এনগিদির শিকার হন সালমান।
রেকর্ডময় এই ম্যাচে কিভাবে জয় তুলে নিয়েছেন। কিভাবে এত রেকর্ড হয়েছে এই প্রশ্নে ম্যাচ শেষে রিজওয়ান বলেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে।’