স্পোর্টস ডেস্ক
শারমিন আক্তারের সঙ্গে তৃতীয় উইকেটে রেকর্ড জুটির পর দ্রæততম সেঞ্চুরিতে রেকর্ড গড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। পরে তারা গড়ে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড। এই রেকর্ড চলতে থাকে ম্যাচের শেষ পর্যন্ত। বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ড নারী দলকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।
গতকাল পাকিস্তানের লাহোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। যা তাড়া করতে নেমে ৯৩ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। বাংলাদেশের ফাহিমা ও সুমনা ৫টি করে উইকেট নিয়ে নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়েন এই দুজন। এর আগে চতুর্থ ওভারে ৮ রানে তানজিমকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন শারমিন ও ফারজানা। ১৪১ বলে তারা যোগ করেন ১০৪ রান।
৭৫ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৩ রানে ফারজানা বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর জ্যোতি অপরাজিত থাকেন ১০১ রানে। তার ৮০ বলের ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও এক ছক্কায়। অপরপ্রান্তে থাকা শারমিন ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তাদের ১৩৮ বলে ১৫২ রানের জুটিটি বাংলাদেশের যে কোনো ফরম্যাটে সর্বোচ্চ।