রূপগঞ্জকে হারিয়ে ডিওএইচএস’র চমক

9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফেরার উপলক্ষটা দারুণভাবে উদযাপন করল ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব। অন্যতম ফেবারিট লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৫ রানে হারিয়ে চমক দেখিয়েছে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে ওঠে আসা দলটি।
গতকাল সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে ২৩০ রানে অলআউট হয় ডিওএইচএস। জবাবে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয় রূপগঞ্জ।
রূপগঞ্জের পিনাক ঘোষ ৫৩, সানজামুল ৪০ ও সোহাগ গাজী ৩২ রান করেন। ডিওএইচএস’র মোহাম্মদ রশিদ ও অভিষেক দাস ৩টি এবং আলিস আল ইসলাম ও রাকিবুল হোসেন ২টি করে উইকেট নেন।