রুমায় হস্তশিল্পের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

23

বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় বম সম্প্রদায়ের তৈরি হস্তশিল্পের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হস্তশিল্পের বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে মুনলাই সেন্টারের উদ্বোধন করা হয় এবং ৩৫ লক্ষ টাকা ব্যয়ে পাড়া কেন্দ্রের ও উদ্বোধন করেন।
উদ্বোধনের শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) বলেন, বাংলাদেশের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় ও পরিস্কার পাড়া হিসেবে মুনলাই পাড়া ইতোমধ্যে দেশের সর্বত্র সুনাম কুড়িয়েছে। এখানকার ক্ষদ্র নৃ-গোষ্টীদের তৈরি হস্তশিল্পের যথেষ্ট চাহিদা রয়েছে দেশব্যাপী। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে আমরা এই এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবো এবং এই এলাকায় পর্যটকদের আগমন যাতে আরো বেশি ঘটে এবং এখানকার হস্তশিল্প যাতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার জন্য আমরা বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রাখবো।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) ছাড়া ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বড়ুয়া, সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারি প্রকৌশলী তুষিত চাকমাসহ প্রমুখ।