বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় জুমের কলাগাছ কাটার সময় ভাল্লুকের আক্রমণে কাইন প্রে ম্রো (২৬) নামে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত কাইন প্রে ম্রো একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুইফ পাড়া গ্রামের রুইচং ম্রো’র ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে জুমে কাজ করতে যান কাইন প্রে ম্রো। দুপুরের দিকে জুমে কলাগাছ কাটার সময় হঠাৎ জঙ্গল থেকে একটি বন্য ভাল্লুক জুমচাষী কাইনপ্রে ম্রোকে আক্রমণ করে জঙ্গলের ভিতর পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশেপাশে থাকা মানুষজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রুমা, পরে বান্দরান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্যালেঙ্গা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানান, নিজ জুমে কলাগাছ কাটার সময় কাইনপ্রে ম্রো বন্য ভাল্লুক আক্রমণের শিকার হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হয়ে কাইনপ্রে ম্রো নামে এক ব্যক্তি হাসপাতালে আসে। তার শরীরের বিভিন্ন জায়গায় ভাল্লুকের আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।











