বান্দরবান প্রতিনিধি
বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বান্দরবান-রাঙামাটি সীমান্তের রুমার অত্যন্ত গহীন ও দুর্গম অঞ্চলে অবস্থিত দোপানীছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠির জন্য সুপেয় পানি সরবরাহের জন্য ১ হাজার ফুট পানির পাইপ বিতরণ করেছে বিজিবি। ১১ এপ্রিল বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধীনস্থ দোপানীছড়া বিওপির কমান্ডার ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত দোপানীছড়া পাড়ার কারবারীর নিকট পানির পাইপ হস্তান্তর করেন। এসময় রুমা ব্যাটালিয়নের বিজিবির জুনিয়র কর্মকর্তা ও সৈনিক এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মূলত বিজিবির রুমা ব্যাটালিয়ান সদর থেকে ৪৫ কিলোমিটার দুরবর্তী দুর্গম দোপানিছড়া পাড়ায় বসবাসরত জনগোষ্ঠি দীর্ঘদিন যাবত সুপেয় পানির অভাবে ভুগছিল। গত ২২ জানুয়ারি বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শনকালে স্থানীয় জনগোষ্ঠী তাদের সুপেয় পানির অভাবের কথা তুলে ধরেন এবং এ সমস্যা দূরীকরণের জন্য পাড়ার কারবারী সেক্টর কমান্ডারের নিকট ১০০০ ফুট পানির পাইপ সরবরাহের জন্য আবেদন করেন। পাহাড়ি জনগোষ্ঠীর এ মানবিক আবেদনে সাড়া দিয়ে সেক্টর কমান্ডার তাদের সুপেয় পানির ব্যবস্থাকরণের আশ্বাস প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর উদ্যোগে আজ দুর্গম দোপানিছড়া পাড়ার পাহাড়ী জনগোষ্ঠীর কাছে ১ হাজার ফুট পানির পাইপ হস্তান্তর করা হয়।