নিজস্ব প্রতিবেদক
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সফল আয়োজনের প্রস্তুতি চলছে। এই মেলা চট্টগ্রামের রিয়েল এস্টেট খাতের উন্নয়ন ও বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করার পাশাপাশি বৃহৎ পরিসরে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছে রিহ্যাব। চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন বøæ চট্টগ্রাম বে-ভিউতে আগামী ১৩-১৬ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫’। ইভেন্টটির বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে দরপত্র আহŸান করা হয়, যার জমাদানের শেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার। দুপুরে উন্মুক্ত করা হয় দরপত্র। এ সময় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান উপস্থিত ছিলেন। তিনি জানান, এবারের ফেয়ার সম্পর্কে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হবে।
মেলা আয়োজন নিয়ে গতকাল রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। তিনি ফেয়ারটি সফলভাবে আয়োজনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নুর উদ্দিন আহাম্মদ, মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করিম, মো. জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, আশীষ রায় চৌধুরী এবং এস এম আদীবুল হুদা।