রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম কিংস সেমিফাইনালে

2

রিল্যায়েন্স জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ৩য় ম্যাচে শক্তিশালী রাঙ্গুনিয়া একাদশকে ২-০ গোলে হারিয়ে চিটাগং কিংস সেমিফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের পক্ষে দুই গোল করেন শরিফ।
জাগৃতির সভাপতি জনাব ইফতেখার উদ্দিন মো: আলমগীর এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ম্যান অব দ্যা ম্যাচ শফিকের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এর চেয়ারম্যান লায়ন আলহাজ্ব সালাউদ্দিন আলী, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাগৃতির সাবেক সভাপতি মো: নিজাম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, জাগৃতির সিনিয়র সদস্য এস এম মঈন উদ্দিন, জাগৃতির সাধারণ সম্পাদক আবুল কালাম বাছিক, জাগৃতির সাবেক সাধারণ মো: ওসমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো: জাফর, সদস্য সচিব মো: সোহেল রানা,সহ- সদস্য সচিব আরফানুল হক বাদল, টুর্নামেন্ট কমিটির সকল সদস্য ও কার্যকরী পরিষদ এর সদস্যবৃন্দ। আজ আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমি বনাম মোহরা ফুটবল একাডেমি ম্যাচ বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে।