রিয়াল-বার্সার দুই লড়াই চূড়ান্ত

1

বড় পরিসরে সংস্কারের জন্য গত দুই মৌসুম ন্যু ক্যাম্পে গড়ায়নি ম্যাচ। সংস্কার শেষে বার্সেলোনা ঘরের মাঠে ফিরছে আসছে মৌসুমে। সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় মৌসুমের শুরু থেকেই ভেন্যুটিতে খেলতে পারবে না কাতালুনিয়ান ক্লাবটি। লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে ফিরতি লেগের ম্যাচটি ন্যু ক্যাম্পেই খেলবে বার্সা। এর আগে দুদল মৌসুমে প্রথমবার লড়বে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে। স্প্যানিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা লা লিগার ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করা হয়। জানা গেছে দুই চিরপ্রতিদ্ব›দ্বীর মুখোমুখির দুটি তারিখ। রিয়াল-বার্সা এবছরের ২৬ অক্টোবর বার্নাব্যুতে প্রথম মুখোমুখি হবে। ফিরতি লেগে লড়বে আগামী বছরের ১০মে।
ন্যু ক্যাম্পে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচটি খেলবে রিয়াল-বার্সা। শুরুর ম্যাচগুলো নিজেদের আসল ডেরায় খেলা হবে না কাতালানদের। এখনও সংস্কার প্রক্রিয়ার কিছু কাজ বাকি থাকায় প্রথম তিনটি ম্যাচ খেলবে প্রতিপক্ষের মাঠে। ১৭ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা লা লিগার নতুন মৌসুম শুরু করবে। একইদিনে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের লক্ষ্য থাকবে শিরোপাহীন গত মৌসুমের আক্ষেপ ঝেড়ে নতুন যাত্রা শুরুর।