রিয়াল থেকে ৫ দূরে বার্সেলোনা

3

স্পোর্টস ডেস্ক

এলচেকে হারিয়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে। স্প্যানিশ জায়ান্টরা এলচেকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। গোল পেয়েছেন লামিন ইয়ামাল, ফেরান তরেস ও মার্কাস র‌্যাশফোর্ড।
এ রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
১১ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্টে টেবিলের দুইয়ে বার্সেলোনা। ৩০ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যা ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ভিয়ারিয়াল। ২২ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ।