ম্যাচশেষে তর্ক হতে পারত ভিনিসিয়ুস জুনিয়র নাকি ফেদে ভালভার্দে, কার গোলটি সুন্দর এনিয়ে। কিন্তু রিয়াল মাদ্রিদের পুরো জয়ই মাটি হয়ে যায় দানি কার্ভাহাল চোখে পানি নিয়ে মাঠ ছাড়লে। চোটে পড়ায় মৌসুম শেষ হওয়ার শঙ্কা আছে তার। সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় রিয়াল। ম্যাচের ১৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ভালভের্দে। বিরতির পর ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে আরেকটি চোখ ধাঁধানো গোল করেন ভিনিসিয়ুস। একইসঙ্গে নিশ্চিত করেন দলের জয়! কিন্তু যোগ করা সময়ে ব্যথায় কাথরাতে থাকেন কার্ভাহাল। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পেয়ে শীর্ষে বার্সেলোনা।