রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকের রাতে রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। শেষ পাঁচ ম্যাচে এমবাপ্পে করেছেন ৮ গোল। লা লিগায় লাস পালমাসের বিপক্ষে জোড়া গোলের পর চ্যাম্পিয়নস লিগে সালজবুর্গের বিপক্ষেও পেয়েছিলেন গোলের দেখা। দুর্দান্ত জয়ে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে রিয়াল। দুই থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট এগিয়ে গেছে টেবিলটপাররা। ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা মালিক ৩৯ পয়েন্টের। টেবিলের তলানিতে থাকা ভায়োদোলিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৫।