স্পোর্টস ডেস্ক
লা লিগা ও প্রিমিয়ার লিগের দুই শিরোপা প্রত্যাশী দুইরকম রাত পার করলো। একদিকে স্পেনের শীর্ষ লিগে এসপানিওলের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইংল্যান্ডের লিগে সহজ জয় পেয়েছে লিভারপুল। লা লিগার শীর্ষে থাকা রিয়ালের সামনে সুযোগ ছিল ৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কিন্তু উল্টো ১-০ গোলে তাদের হারিয়ে দিয়েছে এসপানিওল। আগামী ১১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে রিয়াল মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। একই রাতে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। এই জয়ের পর আতলেতিকোর ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট হলো। রিয়ালের মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে তারা। ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শীর্ষে থাকা অলরেডরা ৯ পয়েন্টে এগিয়ে গেছে। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। আর দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৭। সমান পয়েন্ট তিনে থাকা নটিংহাম ফরেস্টেরও। বোর্নমাউথের বিপক্ষে দুটি গোলই করেছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। এবারের লিগে তার গোলসংখ্যা ২১টি। এবারের মৌসুমে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ গোলদাতা।