স্পোর্টস ডেস্ক
গত ম্যাচে শিরোপা জেতার পর ভিয়ারিয়ালের বিপক্ষে গতকাল মাঠে নেমে হারতে হয়েছে বার্সেলোনাকে। অপরদিকে শিরোপা হারালেও ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে গতকাল রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারে বার্সেলোনা। আরেক ম্যাচে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।