তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে ‘এসো দেশ বদলাই,এসো পৃথিবী বদলাই’ এই ¯েøাগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের সপ্তাহ ব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২ ফেব্রæয়ারি রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিক্ষাবিদ মঈনুদ্দীন কাদের লাভলু, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির, লায়ন শফিকুর রহমান চৌধুরী, লায়ন মিসেস সেতারা গাফফার, সাংবাদিক অনুপম শীল, অক্সিজেন ক্যাম্পাসের অধ্যক্ষ আবদুল্লাহ ওমর ফারুক, কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হোসাইন প্রমুখ। সপ্তাহব্যাপী অনুষ্ঠানে আহবায়ক তোফায়েল আহমেদের তত্বাবধানে সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।