রিডার্স স্কুল এন্ড কলেজে রমজানের তাৎপর্য শীর্ষক সভা

1

কোরআন এর মাসে রমজানের ফজিলত ও তাৎপর্য, সহিহ কোরআন-নামাজ শিক্ষা এবং দোয়া দরুদের ফজিলত ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা নগরীর রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন শাখার মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শিক্ষাবিদ মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে সৈয়দ গোলাম রসূলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসান। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ কে এম মোস্তফা রেজাউল মুনির, বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ ওমর ফারুক, প্রকৌশলী মো শাহীন, শিক্ষকদের মধ্যে ছিলেন কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক জুয়েল ইসলাম, তৌকিরুল আলম, তোফায়েল আহমেদ, জাকিয়া উম্মে তোফা, মো.আবদুল্লাহ, সাইফুল ইসলাম, আব্দুস সোবহান।
প্রধান অতিথি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র সিয়াম সাধনার মাসে নাজিলকৃত পবিত্র কুরআন ও রসূলের প্রদর্শিত সুন্নাহের আলোয় আলোকিত জীবনযাপনের মাধ্যমেই একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। শুধু মাহে রমজানেই নয় বছরের সকল দিনেই নিজেকে দ্বীনের আলোয় পরিচালিত করে একজন সুনাগরিক হিসেবে দেশ ও জনগণের সেবায় মনোনিবেশ করতে হবে। প্রতিষ্ঠানের আয়োজনে প্রথম রমজান থেকেই শিক্ষার্থীদের পক্ষকালব্যাপী সহীহ কুরআন, নামাজ, দোয়া ও মাসয়ালা-মাসায়েল শিক্ষার প্রশিক্ষণ দেয়া হয় এবং ক্বেরাত, হামদ-নাত, গজল ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি