চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত ‘সিসিএল-রিটজি গ্রæপ টেন বল পুল টুর্নাামেন্ট ২০২৫’ গত ১ জুন (রবিবার) থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিটজি গ্রুপের এমডি মীর্জা মোঃ জামশেদ আলী। স্নুকার ও পুল বিভাগের মেম্বার ইনচার্জ চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ, সিসিএল জেনারেল কমিটি মেম্বার যথাক্রমে মোহাম্মদ শাহ আকরাম, শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, মোহাম্মদ দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখসহ সাবেক চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, সাবেক ভাইস চেয়ারম্যানদ্বয় মঞ্জুরুল হক মঞ্জু ও জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), সাবেক নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব সদস্য ব্যারিস্টার শাহবাজ মুনÍাসির চৌধুরী। উল্লেখ্য, আগামী ৫ জুন (বৃহস্পতিবার) ক্লাব অডিটরিয়মে পাঁচদিন ব্যাপি এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ক্যাপশানঃ চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল-রিটজি গ্রæপ টেন বল পুল টুর্নাামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চিটাগাং ক্লাব চেয়ারম্যান রাজ শাহাবুদ্দিনসহ অতিথিবৃন্দ ।