রিজার্ভ বাজারের মানসিক ভারসাম্যহীন শরীফ মিয়া নিখোঁজ

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজারস্থ লঞ্চ ঘাট হতে মানসিক ভারসাম্যহীন শরীফ মিয়া নামে এক কিশোর নিখোঁজ হয়ে গেছে। গত ১৬ জানুয়ারি সকাল ১০টার সময় রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড রিজার্ব বাজারস্থ লঞ্চ ঘাট হতে মোঃ শরীফ মিয়ার(১৯) ভারসাম্যহীন ছেলেটি নিখোঁজ হয়েছে। ছেলেটি রাঙামাটি, কোতোয়ালি থানার ১ নং ওয়ার্ডের রিজার্ভ বাজারের আনিস মিয়ার ছেলে।
নিখোঁজ ছেলের মা জ্যোস্না বেগম বলেন, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। নিকটতম আত্মীয়স্বজন ও পাড়া পড়শির বাড়িতে না পেয়ে রাঙামাটি কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করি। ছেলেটা আমার প্রতিবন্ধী ও ভারসাম্যহীন। সে ভাল করে কথাবার্তা বলতে পারে না। সে রিজার্ভ বাজার লঞ্চঘাট পর্যন্ত চিনে। আমি আমার ছেলেটাকে ফিরিয়ে পেতে চাই। ০১৯৫২৭৮৯৯০৮ নাম্বারে যোগাযোগ ছেলেটির খোঁজ দেওয়া যাবে। কোতয়ালি থানার ডিউটি অফিসার চন্দন কুমার রায় ও কোতয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন মোঃ শরীফ মিয়া নিখোঁজ হওয়া সংক্রান্ত বিষয়ে তার মা জ্যোস্না বেগম ১৯ জানুয়ারি একটি সাধারণ ডায়রি করে।