রিগ্যালো মাস্টার্স কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু শনিবার

42

‘ক্রিকেটের মাধ্যমে ভালবাসা ছড়াবো’ এই স্লোগানকে সামনে নিয়ে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও ক্রিকেটারদের পরিবার পরিজন নিয়ে বাণিজ্যিক রাজধানীতে আগামী ২১ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে রিগালো মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
তিন দিনব্যাপি এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩০ ঊর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে গড়া ৬টি দল- সিএম টাইগার্স, রিলায়েন্স স্পোর্টস, চট্টগ্রাম ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট ক্লাব (ঢাকা), লিজেন্ড অব হাটহাজারী ক্রিকেট ও সিএম লায়ন্স। রিগালোর পৃষ্ঠপোষকতায় বন্দরের শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য তিনিদিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজক চিটাগাং মাস্টার্স। এ উপলক্ষ্যে টুর্নামেন্টপূর্ব এক সংবাদ সম্মেলন গতকাল রাতে চিটাগাং ক্লাবের হল রুমে আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য ইফতেখার ওয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলহাজ আলী আব্বাস। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিজেকেএস’র সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবুদুল হান্নান আকবর ও পিএইচপি গ্রূপের পরিচালক আকতার পারভেজ হিরো। টুর্নামেন্টের বিভিন্ন বিষয় তুলে ধরেন চিটাগাং মাস্টার্সের সাধারণ সম্পাদক রাজিব মোস্তফা। তিনি জানান, তাদের চাওয়া ক্রিকেটের মাধ্যমে সবার কাছে ভালবাসা ছড়িয়ে দেয়া। ভিন্নতা আনতে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার হিসেবে ট্রফির সাথে প্রদান করা হবে পাঁচ হাজার টাকার গিফট ভাউচার, রবির পক্ষ থেকে বিশেষ উপহার ছাড়াও অনেক কিছু। প্রধান অতিথি আলহাজ আলী আব্বাস তার বক্তব্যে বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পরিবারের সদস্যদের অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে ভবিষ্যতে তিনি আয়োজকদের টি-টোয়েন্টি আয়োজন না করে টি-টেন টুর্নামেন্ট আয়োজন করে উৎসব করার জন্য আহবান জানান। শেষে অতিথিবৃন্দ টুর্নামেন্টে ট্রফি ও জার্সি উন্মোচন করেন। এসময় অন্যদের উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী তানভির শাহরিয়ার রিমন, স্থপতি আশিক ইমরান, মনজুরুল হক মঞ্জু, অনলাইন টিভি সিপ্লাস’র সিইও আলমগীর অপু, টাইটেল স্পন্সর রিগ্যালোর স্বত্বাধিকারী মোহাম্মদ আবরার, চিটাগাং মাস্টার্সের সহসভাপতি মর্তুজা রায়হান মিঠু প্রমুখ। অনুষ্ঠানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক রোগীর জন্য চিটাগাং মাস্টার্সের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেয়া হয় এবং দু:স্থদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।