চিটাগাং মাস্টার্স আয়োজিত রিগালো মাস্টার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট দুর্যোগের সময় খেলোয়াড়-কর্মকর্তাদের একটা বড় অংশ অংশগ্রহণে অনাগ্রহ প্রকাশ করায় আয়োজক কমিটি ২১ মার্চ শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। চিটাগাং মাস্টার্সের সভাপতি মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে এ টুর্নামেন্টের পরিবর্তিত সময়সূচি জানানো হবে।