শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা ২ নভেম্বর নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দে এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। পরিষদের সাবেক যুগ্ম-সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশের সঞ্চালনায় পবিত্র গীতা থেকে পাঠ করেন সাবেক সহ-সভাপতি চন্দন দাশ। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন প্রকৌশলী আশুতোষ দাশ। আসন্ন রাস উৎসবের বাজেট উপস্থাপন করেন রতন আচার্য্য। উৎসবের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার, সাবেক সহ-সভাপতি সাধন ধর ও পরেশ চন্দ্র চৌধুরী, সাবেক যুগ্ম-সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, লায়ন তপন কান্তি দাশ, লায়ন দিলীপ কুমার ঘোষ ও ডা. বিধান মিত্র, আর কে দাশ রুপু, আশীষ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, অ্যাড. নিখিল কুমার নাথ, শিবু প্রসাদ দত্ত, সুভাষ চন্দ্র দাশ, অ্যাড. সলিল কান্তি গুহ, রতœাকর দাশ টুনু, হিল্লোল সেন উজ্জ্বল, গোপাল বিশ্বাস, সুভাষ বিশ্বাস, প্রকৌশলী সনজিত বৈদ্য, কানু রাম দে, উজ্জ্বল বরণ বিশ্বাস, সাংবাদিক প্রদীপ কুমার শীল, অসীম কুমার দে, অমিত চৌধুরী, রিপন রায় চৌধুরী, জীবন মিত্র রাজ ও রতন কান্তি দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি