সংযুক্ত আরব আমিরাতের (ইউ.এ.ই) রাস আলখাইমা সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- তাথৈ দে, সুমি দে, স্বস্তিক দত্ত, জুলি শর্মা, তুলি শর্মা। নৃত্য পরিবেশন করেন শ্রæতি চৌধুরী, তৃস্তা দে, হরিপদ ভৌমিক, দিপিকা দাশ, রুদ্র দাশ। কীর্তন পরিবেশন করেন পালক জগন্নাথ প্রভু। যন্ত্রাংশে ছিলেন- কি-বোর্ডে শিপন সিকদার. প্যাডে- তপন দাশ, বাঁশিতে- ব্রজবাশ, তবলায়- সুমন রায়, হারমোনিয়ামে- সুমি দে। অনুষ্ঠানে ছোট্ট সোনামনিদের গান ও নৃত্য পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বিপুল সংখ্যক বাঙালির অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর অদুল কান্তি চৌধুরী, বাংলাদেশ কনসাল জেনারেল দুবাই অফিসের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, ইঞ্জিনিয়ার উজ্জ্বল চক্রবর্তী, ইউ.এ.ই জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা কে.কে বিপ্লব দে সিআইপি ও সভাপতি রাজীব দাশ, প্রবাসী সনাতন ঐক্য পরিষদের সভাপতি অজিত কুমার রায়, ব্যবসায়ী ও সমাজসেবক উজ্জ্বল দত্ত, কাজল রায়, পুরোহিত প্রকাশ ভট্টাচার্য্য, জুয়েল চৌধুরী, সঞ্জিত ঘোষ, যীশু চৌধুরী, কানু দে, মিন্টু শীল পালক, জগন্নাথ প্রভু, রাজিব চক্রবর্তী, পরিমল শীল, রাজিব শীল, বিপ্লব শীল, বাদল রায়, বিকাশ সুশীল, টিংকু শীল, লিটন দে, নান্টু বড়–য়া, জুয়েল দাশ, সুজন আইচ, অধীর শীল ব্রজবাসী, সুপন শিকদার, তপন দাশ, বাবুল দে, খোকন শীল, দিপু কুসুম দাশ, শিবু চৌধুরী, লিটন দে, টুটুল চৌধুরী, অজিত চৌধুরী মিঠু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত প্রায় চার হাজার ভক্তের মাঝে প্রসাদে সহায়তা করেন সমাজসেবক সমীর শীল।










