রাস আলখাইমায় জগদ্ধাত্রী পূজা

1

সংযুক্ত আরব আমিরাতের রাস আলখাইমা সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদ আয়োজিত জগদ্ধাত্রী পূজা তিনদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩১ অক্টোবর সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল- মায়ের অধিবাস, সমবেত প্রার্থনা, মায়ের পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ঢাকের তালে সন্ধ্যা আরতি, অন্নপ্রসাদ আস্বাদন, সিঁদুর খেলা, আরব সাগরে প্রতিমা নিরঞ্জন। এবার রাস আলখাইমায় প্রথমবারের মতো কলকাতা থেকে প্রতিমা বানিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দানবীর অদুল কান্তি চৌধুরী, বাংলাদেশ কনসাল জেনারেল দুবাই অফিসের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, ইঞ্জিনিয়ার উজ্জ্বল চক্রবর্তী, ইউএই জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা কে.কে বিপ্লব দে সিআইপি ও সভাপতি রাজীব দাশ, প্রবাসী সনাতন ঐক্য পরিষদের সভাপতি অজিত কুমার রায়, ব্যবসায়ী কাজল রায়, উজ্জ্বল দত্ত, জুয়েল চৌধুরী, সঞ্জিত ঘোষ, যীশু চৌধুরী, কানু দে, মিন্টু শীল পালক, জগন্নাথ প্রভু, রাজিব চক্রবর্তী, পরিমল শীল, রাজিব শীল, বিপ্লব শীল, বাদল রায়, বিকাশ সুশীল, টিংকু শীল, লিটন দে, নান্টু বড়ুয়া, জুয়েল দাশ, সুজন আইচ, অধীর শীল ব্রজবাসী, সুপন শিকদার, তপন দাশ, বাবুল দে, খোকন শীল, দিপু কুসুম দাশ, শিবু চৌধুরী, লিটন দে, টুটুল চৌধুরী, অজিত চৌধুরী মিঠু প্রমুখ। বিজ্ঞপ্তি