চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সততার সাথে আমি কাজ করতে চাই। আমি তাই প্রথম দিনেই যত কাজ এখানে অনেক কাজের ধরন দেখেছি। আমাদের এখানে অনেক বাজেট আছে। আড়াই হাজার কোটি টাকার বাজেট রয়ে গেছে। মাত্র ৫শ ৬২ কোটি টাকার ছাড় হয়েছে। আরো প্রায় ১৯শ কোটি টাকা আছে, কাজ করলে, কাজ করা যাবে। আমি সৎ মানুষের খোঁজ করছি। যারা সত্যিকার অর্থে সুন্দর একটি রাস্তা করতে পারবে। কোন ধরনের চুরি না করে, দুর্নীতি না করে। তাই আমি ইতোমধ্যে কন্ট্রাক্টর ও ঠিকাদার যারা আছে, ইঞ্জিনিয়ারদের বলে দিয়েছি। যে ৫৬২ কোটি টাকা ইতিমধ্যে ছাড় হয়েছে, ঐ সমস্ত রাস্তার মাপ লেপটেস্ট করে আমাকে জানানোর জন্য যদি কোন ধরনের সেখানের মানের ব্যাপারে কোন ধরনের প্রশ্ন আসে, অবশ্যই আমি বলেছি তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সমগ্র সিটি কর্পোরেশনে আজ যে দুর্নীতি, সে দুর্নীতি সারা বাংলাদেশের দুর্নীতি থেকে কোন অংশে কম নয়। সিটি কর্পোরেশনে অনেক সম্পদ আছে। সততার সাথে যদি আমরা কাজ করতে পারি, এই সিটি কর্পোরেশনকে নিজের সম্পত্তি না বানিয়ে যদি জনগণের সম্পত্তি হিসেবে আমি উপস্থাপন করতে পারি, ৪৫০ কোটি টাকার যে দেনার কথা বলা হয়েছে-আমি সেটা শূন্যতায় নামিয়ে আনতে পারবো। সেটা আমি বিশ্বাস করি। আমি বলেছি, অনেক কমার্শিয়াল মার্কেট আছে যেখানে তারা পার স্কয়ার ফিট ৭ টাকা থেকে ৮ টাকা ভাড়া দিয়েছে, সেখান থেকে আসার কথা ছিল ৫০ টাকা থেকে ৬০ টাকা। এভাবে তারা সিটি কর্পোরেশনকে ধ্বংস করে দিয়েছে।
তিনি গতকাল নগরীর চকবাজার ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আহমেদুর রহমান স্মৃতি সংসদের গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ২০ হাজার বিনের অর্ডার দিয়েছি। প্রতিটি দোকানে বিন দেব। যদি কেউ বিনে ময়লা না ফেলে রাস্তায় ফেললে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবো। আমি আরো বিনের অর্ডার দেব। সিটি কর্পোরেশনের দুইটা গাড়ি স্ট্যান্ডবাই রেখেছি। সেখানে ইট বালি পাথর ও বিটুমিন রাখা আছে। আপনারা রাস্তার কোথাও যদি খানাখন্দক দেখতে পান। তা অবশ্যই জানাবেন। সাথে সাথে লোক প্রস্তুত, তারা গিয়ে কাজ করে দেবে। আপনারা নিজ নিজ ওয়ার্ডে নিজ উদ্যোগে মনিটরিং করবেন। প্রতি ওয়ার্ডে ৫০ থেকে ৬০ জন পরিচ্ছন্নকর্মী আছে, তাদেরকে ১০ থেকে ১১ হাজার টাকা বেতন দিত, বাকি টাকা তৎকালীন ওয়ার্ড কাউন্সিলদের পকেটে যেত। যার যেটা প্রাপ্য সেটা সে পাবে। কিন্তু কাজ করতে হবে। কাজ না করলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার সভাপতিত্বে এবং নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজি এমরান উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য নাছির উদ্দীন, মো. আরশাদুল আলম সেলিম, বিএনপি নেতা সিরাজুল হক, নগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দার, সমাজসেবক একেএম শহিদুল্লাহ শাহজাহান, আবদুর রহিম, আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, সালাহ উদ্দিন কায়ছার লাবু, আবদুল হালিম বাবলু, শেখ আলাউদ্দিন, খোরশেদ আলম, আবদুল কাদের, মনসুর সওদাগর, আবদুল হালিম, মো. মুজিব, আরিফুল ইসলাম ডিউক, জিয়াউল হক মিন্টু, শেখ কামাল আলম, মো. ফারুক, মো. সেলিম, ইসমাইল হোসেন লেদু, জাহেদ নূর জিতু, মো. সোহেল, জকির হোসেন, জাবেদুল হক, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, মো. জাহেদ, রাকিবুল হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বাদে ফজর ফালাহ গাজী মসজিদে ডা. শাহাদাত হোসেনের পিতা আহমেদুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংবর্ধনা শেষে মেজবানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি