রাস্তার ওপর গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না : চসিক মেয়র

1

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নতুন ব্রিজ এলাকায় একটি বাস টার্মিনাল উদ্বোধন করা হবে। কোন গাড়ি রাস্তার ওপর পার্কিং করতে দেওয়া হবে না। ঈগল-১ বাস লিমিটেড এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ জাসিম ও ইয়াকুব খান এবং মোজাম্মেল হক সোহেল এর উপস্থাপনায় সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশু’র সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. শাহাদাত আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ নাগরিক চাকরি কিংবা পড়ালেখার উদ্দেশ্যে শহরমুখী হয়। প্রতিবছর যখন ঈদ আসে তখন সবাই ঘরমুখো হয়। ফলে বছরের দুই ঈদে ঘরমুখো মানুষের ¯্রােতে গণপরিবহনের উপর চাপ সৃষ্টি করে। আর এটাকে মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করে গণপরিবহন সেক্টরের একটি অসাধু সিন্ডিকেট। মানুষের চাহিদার ব্যাপকতার কারণে সিন্ডিকেট চক্র গাড়ি ভাড়া সাধারণ সময়ের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এক্ষেত্রে অজানা কারণে প্রশাসনের কোন হস্তক্ষেপ জনগণ দেখতে পায় না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চক্রটি আবার সক্রিয় হয়ে উঠার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। তাই ঘরমুখো লাখো মানুষ তাদের দুর্দশা লাঘবে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিশেষ অতিথি ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হাজি নবাব খান, নুরু হোসেন নুরু, মো. মাহবুব, মোহাম্মদ মূছা, আকতার মেম্বার, ইদরীস আলম, তাহের জামান, মো. বাসু, মো. রাশেদ, মো. সোহেল, মো. শামিম, মো. হিরা, মো. সানি, লিটন, সোহেল, মো. ওমর ফারুক রানা প্রমুখ। বিজ্ঞপ্তি