রাস্তায় নির্মাণসামগ্রী রাখায় ৪৪ হাজার টাকা জরিমানা

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর জানে আলম দোভাষ সড়কে (বাকলিয়া এক্সেস রোড ) অভিযান পরিচালিত হয়। অভিযানে জানে আলম দোভাষ সড়কের (বাকলিয়া এক্সেস রোড) ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে ও দোকান নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিক সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি