ইমামে আহলে সুন্নত অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী বলেন, মহান রাব্বুল আলামিন সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (দ.) কে সমগ্র কুলকায়েনাত তথা মানবজাতির জন্য রহমত স্বরূপ এই ধরাধমে প্রেরণ করেন। তিনি ৮ সেপ্টেম্বর দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে মিলাদুন্নবী (দ.) ময়দানে আন্তর্জাতিক ১২ দিনব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার’২৪ এর পঞ্চম দিবসে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সেমিনারে আলোচক ও উপস্থিত ছিলেন আল্লামা ড. মাহবুবুর রহমান, আল্লামা মহিউদ্দীন হাশেমী, আল্লামা শহিদুল হক হোসাইনী, আল্লামা ইদ্রিস আনছারী, মাওলানা আব্দুস শাকুর আনছারী, শাহজাদা কাযী মাওলানা মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ বোরহান হাশেমী, আঞ্জুমানের উপদষ্টো মহরম আলী মেম্বার, আমির হোসেন মাস্টার, সভাপতি হাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, অর্থ সম্পাদক তৌহিদুল কাদের চৌধুরী, হাজী মো. লোকমান, মো. আব্দুল লতিফ, হোসেন সওদাগর, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, এস এম শরিফুর ইসলাম, মাওলানা ইদ্রিস আলম কাদেরী, মাওলানা জামাল উদ্দীন আলকাদেরী, মাওলানা জালাল উদ্দিন আনোয়ারী প্রমুখ। বিশ^বাসীর শান্তি কামনায় খতমে সূরাতুল আন’আম শরীফ, খছিদায়ে বা-নত ছোয়াদ শরীফ আদায়পূর্বক মোনাজত ও তাবারুক বিতরণের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি