রাসূলুল্লাহ (সা.)’র আদর্শ মেনে ব্যবসা-বাণিজ্য করতে হবে

1

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, রাসূলুল্লাহ (সা.) এর সীরাতকে সামগ্রিকভাবে ধারণ করতে হবে। রাসূলুল্লাহ (সা.) যেমন ধর্মীয় দিক থেকে আমাদের আদর্শ, ঠিক তেমনি আমাদের ব্যবসা বাণিজ্য, পারিবারিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা.) কে আদর্শ হিসেবে মেনে নিতে হবে এবং অনুসরণ করতে হবে। নবীজী ও তাঁর সাহাবিদের মতো সমাজ ও রাষ্ট্র থেকে সকল অন্যায় ও জুলুম দূর করতে অগ্রণী ভ‚মিকা রাখতে হবে। রাসূলুল্লাহ (সা.) এর আদর্শ অনুসরণ করে সমাজে ও রাষ্ট্রে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল রবিবার নগরীর টেকনিক্যাল ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মাহ্ফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা মোহাম্মদ বিএম মুফিজুর রহমান আজহারী। সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে ও উপদেষ্টা মো. শহীদ উল্লাহ তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস’র সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন। বিশেষ বক্তা ছিলেন আলী শাহ খামার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মুফিজুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন সমিতির সেক্রেটারি আলী আজম, ইঞ্জিনিয়ার আবুল কালাম, খালেদ বিন কবির, জাহাঙ্গীর আলম, মাওলানা শামসুল ইসলাম হাকিমী। মাহ্ফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রুহুল আমিন ও সেলিমুল হক, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন হিরু, উপদেষ্টা আব্দুল গফুর, শ্রমিকনেতা মোহাম্মদ ইসহাক, তৌহিদুল ইসলাম, নাজিম উদ্দিন, নুরুল আজিম, মিজানুর রহমান, আক্তারুল ইসলাম, খলিলুর রহমান, আমিমুল এহসান শামীম, আনোয়ার হোসেন, মোহাম্মদ মাসুদ, অহিদুজ্জামান, লোকমান হাকিম, মহিত, মাসুম বিল্লাহ, হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, ইঞ্জিনিয়ার আশরাফ, ইঞ্জিনিয়ার মশিউর রহমান, ইঞ্জিনিয়ার ওসমান, মাইনুদ্দিন, মো. সোহাগ, আবু বকর, আবুল হাসেম, নুরুল হামিদ প্রমুখ। বিজ্ঞপ্তি