‘রাসূলুল্লাহ (সা.) মু’জিযাসমূহে কুরআন মাজীদ শ্রেষ্ঠ মু’জিযা’

1

শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আগ্রাবাদস্থ কমপ্লেক্সে ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও ইফতার মাহফিল ১৯ মার্চ ১৮তম রমজান চট্টগ্রাম বায়তুশ শরফ আর্দশ কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালে মুহাম্মদ ছলিমুল্লাহ আলোচনায় বলেন, পিয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) মু’জিযাসমূহের মধ্যে কুরআন মাজীদ শ্রেষ্ঠ ও স্থায়ী মু’জিযা। তা আল্লাহর দীন ইসলাম এবং ইসলামের সভ্যতার এক বড় প্রমাণ। আল্লাহর কালাম আল কোরআন সাইয়্যেদুল মুরসালীন হযরত মুহাম্মাদ (সা.)’র উপর অবতীর্ণ। এটি সকল সৃষ্টজীবকে তার প্রতিযোগিতায় অক্ষমকারী। সকল মানুষ-জিন, প্রবীণ-নবীন, প্রথম দিকের ও শেষ দিকের সকলের জন্য এটি চিরন্তন মু’জিযা। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কেউ আল কোরআনের সূরার তুল্য একটি সূরাও রচনা করতে পারবে না। কমপ্লেক্স-এর পরিচালক শাহাজাদা মাওলানা মঈনদ্দিন মজিদী সভাপতিত্বে শাহ্ মাহমুদিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মোমেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা নুরুল করিম, মাওলানা মোহাম্মদ সোহাইল, সাংবাদিক সোহেল তাজ, মাওলানা মোহাম্মদ ফুরকান প্রমুখ। বিজ্ঞপ্তি