বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ও বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, রাসুল সা. ছিলেন সর্বোত্তম আদর্শ। সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সা. এর উপর আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেন। তাঁকে পরিপূর্ণ দ্বীন ইসলাম উপহার দিয়ে বিশ্ববাসীকে ডেকে বলেছেন, তাঁর চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। তাই ইসলাম ধর্ম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সকল ধর্মের শেষ ধর্ম, বিশ্ব ধর্মের সর্বশেষ সংস্করণ। তিনি বলেন, রাসুল সা. এর অনুপম চরিত্র আজীবন বিশ্বশান্তির পথ দেখাবে। মহানবীর সা. শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আয়োজিত সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন নতুন চান্দগাঁও আবাসিক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদী। বিশেষ ওয়ায়েজ ছিলেন কল্পলোক আবাসিক জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ, চাক্তাই বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা ওয়াহিদুল হক সিদ্দিকী। ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আমীর নূর আহমদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকলিয়া থানা আমীর মোহাম্মদ আব্দুল জব্বার, নায়েবে আমীর আবুল মনসুর, বাকলিয়া থানা সেক্রেটারি সুলতান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি