রংপুরের পীরগঞ্জে ৩১ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত, দোয়া ও শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আহমেদ ইসহাককে সভাপতি ও ফাইজুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি লামিয়া ইসলাম ও এ এইচ এম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মাসুদ রানা, রাজনৈতিক সম্পাদক সাইফুল ইসলাম ফয়সাল, আইন বিষয়ক সম্পাদক হাসনা আক্তার মীম, অর্থ সম্পাদক মাশুক নূর, মিডিয়া ও প্রচার সম্পাদক রায়হান আহমেদ তামীম, দপ্তর সম্পাদক রুমায়ন তমাল, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। এ এইচ এম শাহীনের জন্ম চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায়। পিতা এম এম আবু সাঈদ ও মাতা হামিদা বেগম। তিনি বঙ্গবন্ধু ল’ টেম্পলে আইন বিষয়ে অধ্যয়ন করছেন। বিজ্ঞপ্তি