দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস, চট্টগ্রাম এর উদ্যোগে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে ২৯ আগস্ট সন্ধ্যায় ‘রাষ্ট্র সংস্কারে প্রকৌশলী সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও প্রকৌশলী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান, দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস, চট্টগ্রাম এর সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।
প্রকৌশলী তাজুল ইসলাম এর সঞ্চালনায় ধারাবাহিক পেশাগত মানোন্নয়ন, উদ্যোক্তা তৈরিতে প্রকৌশলীর ভূমিকা, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, কর্মক্ষেত্রে বিদেশি প্রকৌশলীদের নির্ভরতা কমানোর জন্য প্রকৌশলীদের করণীয়, আর্থ সামাজিক উন্নয়নে প্রকৌশলীদের করণীয়, কর্মক্ষেত্রে প্রকৌশলীদের পেশাগত বৈষম্য নিরসনের উপায় নির্ধারণে আলোচনা করেন যথাক্রমে, প্রকৌশলী মিয়া মোহাম্মদ তালুকদার, প্রকৌশলী মুমিনুল হক, প্রকৌশলী এস এম লোকমান কবির, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আরবান প্ল্যানার ফুয়াদুল খলিল ফাহমি।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, একটি রাষ্ট্র বিনির্মাণ ও সংস্কারে প্রকৌশলী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন প্রকৌশলীদের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে বলে উল্লেখ করে তিনি স্বাধীন বাংলাদেশকে বৈষম্যমুক্ত, পেশীশক্তি মুক্ত, প্রযুক্তি নির্ভর, স্বনির্ভর দেশ নির্মাণে সকল প্রকৌশলীদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের একটি পেশাজীবী প্রতিষ্ঠান। কিন্তু বিগত বছরগুলোতে অত্যধিক দলীয়করণের কারণে সাধারণ প্রকৌশলী সদস্যরা উক্ত প্রতিষ্ঠান থেকে সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়েছেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্র দলীয় নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে । তিনি আইইবি চট্টগ্রাম কেন্দ্রকে দলীয় প্রভাব মুক্ত করে সার্বজনীন ও প্রকৌশলীদের দ্বিতীয় নিবাস হিসেবে গড়ে তুলতে সকল প্রকৌশলীর সহযোগিতা কামনা করেন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এর সহ সভাপতি প্রকৌশলী শাহাজাহান, প্রকৌশলী ফেরদৌস আহমেদ, প্রকৌশলী শেখ মো. এহসানুল হক চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রকৌশলী মো. অহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ, সদস্য প্রকৌশলী কাদের নেওয়াজ, প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকৌশলী আসাদ বিন আনোয়ার, প্রকৌশলী মুহিব ফাহিমসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ । বিজ্ঞপ্তি