রাশেদ খান মেনন গ্রেপ্তার

2

পূর্বদেশ ডেস্ক

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে গুলশানের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান রাজনীতিবিদ মেননকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানাননি তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যের বেশ কয়েকজনকে গ্রেপ্তারের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের অংশীদার ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকে গ্রেপ্তারের খবর এল।খবর বিডিনিউজের।
পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের তথ্য দেওয়ার আগে বিকালে মেননের বাসার নিরাপত্তা কর্মী আব্দুল মোমিন বলেন, গুলশানের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন এসে তাকে নিয়ে গেছেন।
বৃহস্পতিবারই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে মামলা করার পর তাকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়ার খবর আসে।
মো. জিয়াউল হক নামে এক আইনজীবী ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয়।
এর আগে সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেন কোটা সংস্কার আন্দোলনের সময় আহত এক ছাত্রদল নেতা। তাতে আসামি করা হয় মেননকেও।
ওই মামলায় এ দুজন ছাড়াও শেখ রেহানা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসানুল হক ইনুসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং ৫০০-৬০০ জন অজ্ঞাতদের বিরুদ্ধে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমদ আদালতে মামলার আবেদন করেন।
পরে তার আইনজীবী মো. আব্দুল গফফার বলেন, আদালতের বিচারক সুমন ভূঁইয়া আবেদনটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার বলা হয়, গত ৪ আগস্ট সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা চালান। এতে অনেকের সঙ্গে বাদী নিজেও আহত হয়েছেন।