আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসে যুদ্ধের অবসান ঘটানোর আহবান জানিয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) কিয়েভে অনুষ্ঠিত বৈঠকে তিনি বন্ধুত্বপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠায় সহায়তার প্রস্তাব দিয়েছেন। যুদ্ধকালে প্রথমবার মোদির কিয়েভ সফরে দুই নেতার মধ্যে বৈঠকের সময় মোদি এই আহবান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটিই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর। এই সফর এমন সময় অনুষ্ঠিত হলো যখন রাশিয়া ধীরগতিতে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং কিয়েভ সীমান্ত পেরিয়ে রুশ ভূখন্ডে পাল্টা হামলা চালাচ্ছে। মস্কোতে গত মাসে মোদির সফরকে কিয়েভের পক্ষ থেকে সমালোচনা করা হলেও মোদি ইউক্রেনে শান্তির বার্তা নিয়ে এসেছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শিগগিরই আলোচনার আহবান জানিয়েছেন তিনি। মোদি বলেন, সমাধানের পথ শুধু সংলাপ ও ক‚টনীতির মাধ্যমেই পাওয়া যেতে পারে। আমাদের সেই দিকেই এগোতে হবে এবং সময় নষ্ট না করে এ বিষয়ে কাজ শুরু করতে হবে। দুই পক্ষকে একসঙ্গে বসে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। ইউক্রেন বারবার বলেছে, তারা যুদ্ধের অবসান চায়। তবে তা কিয়েভের শর্তে, রাশিয়ার নয়। ইউক্রেন এই বছরের শেষ দিকে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য চাপ দিচ্ছে। সম্ভাব্য ওই সম্মেলনে তাদের শান্তি প্রতিষ্ঠার ধারণাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং রাশিয়ার প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হবে।