রাশিয়ার বোমারু বিমানের ঘাঁটিতে ইউক্রেনের হামলা

1

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার কৌশলগত বোমারু বিমান ঘাঁটি এঙ্গেলস-এ বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে আগুন লেগেছে বলে রাশিয়ার কর্মকর্তা ও মিডিয়া জানিয়েছে। যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূরে অবস্থিত এই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোর ভিডিওতে দেখা গেছে, বিমানঘাঁটি থেকে বড় ধরনের বিস্ফোরণ ছড়িয়ে পড়েছে, যা আশেপাশের কটেজগুলো ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ১৩২টি ইউক্রেনীয় ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
ভিডিওতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত কটেজগুলোর ওপর ধোঁয়ার একটি কুÐলী উঠছে। সোভিয়েত আমলের শুরু থেকে বিদ্যমান এঙ্গেলসের এই ঘাঁটিতে রাশিয়ার টুপোলেভ টু-১৬০ পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ভারী কৌশলগত বোমারু বিমান মোতায়েন রয়েছে, যাকে অনানুষ্ঠানিকভাবে ‘হোয়াইট সোয়ান’ বলা হয়।