আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রধান দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ বেড়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৯৮ ডলার হয়েছে, যা ৫ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডবিøউটিআই) তেলের দাম বেড়ে ৬১ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে, যা ৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি। স্যাক্সো ব্যাংকের জ্বালানি বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতের পরিশোধনাগারগুলোকে বিকল্প সরবরাহকারীর সন্ধান করতে হবে। নয়তো পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে তারা।
ওয়াশিংটন জানিয়েছে, মস্কো যদি অবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি না হয় তবে আরও পদক্ষেপ নেওয়া হবে। ব্রিটেন গত সপ্তাহেই রসনেফট ও লুকওয়েলের বিরুদ্ধে একই ধরনের নিষেধাজ্ঞা দেয়। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে নিষেধাজ্ঞার ১৯তম প্যাকেজ অনুমোদন করেছে।











