রাশিয়ার আরও গভীরে ইউক্রেনের ড্রোন হামলা

1

রাশিয়ার অভ্যন্তরে কাজান শহরের আবাসিক ভবনগুলোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শহরটি যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে এক হাজার কিলোমিটারেরও (৬০০ মাইল) বেশি দূরে অবস্থিত। এই হামলা প্রায় তিন বছর ধরে ইউক্রেনে চলা যুদ্ধকে এখন রাশিয়ার গভীরে নিয়ে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহরটিতে, স্থানীয় সময় শনিবার সকাল ৭ টা ৪০ থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে তিনবার ড্রোন হামলা চালানো হয়েছে। তাতারস্তান আঞ্চলিক সরকারের প্রেস সার্ভিস জানায়, হামলায় আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে। একটি বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলো ছয়টি আবাসিক ভবন, একটি একটি শিল্প স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে একটি ড্রোনকে নদীর ওপর ভূপাতিত করে রুশ সেনারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। নিরাপত্তা নীতি মেনে এই হামলার দায় স্বীকার করেনি ইউক্রেন। টেলিগ্রামে রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়েতসিয়া জানিয়েছে, কাজান বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।