রাশিয়ায় ভ্লাদিমিরে স্কুলে হিজাব-নিকাব নিষিদ্ধ হলো

1

রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে স্কুলের শিক্ষার্থীদের জন্য ধর্মীয় পোশাক নিষিদ্ধ করা হয়েছে। নতুন পোশাকবিধির আওতায় এ নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ। খবর আরটির। শনিবার প্রকাশিত এক নথিতে আঞ্চলিক শিক্ষা ও যুবনীতি মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক, মৌলিক ও মাধ্যমিক সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের পোশাক সংক্রান্ত স্ট্যান্ডার্ড শর্তাদিতে নতুন ধারা যুক্ত করা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে যে, শিক্ষার্থীদের ধর্মীয় পরিচয় প্রদর্শনকারী পোশাক এবং এর উপাদানগুলো (যেমন- হিজাব, নিকাব ইত্যাদি) শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত নয়। মন্ত্রণালয় বলছে, নতুন নিয়মগুলো রাশিয়ার সংবিধান এবং ধর্মীয় সংঘ ও শিক্ষার ওপর প্রযোজ্য ফেডারেল আইন অনুযায়ী প্রতিষ্ঠিত। এসব নিয়ম বিশেষভাবে মুসলিম পোশাককে লক্ষ্য করে তৈরি করা হয়নি।
রুশ সামাজিক যোগাযোগমাধ্যম ভিকে-তে রোববার মন্ত্রণালয় এক পোস্টে ব্যাখ্যা দিয়ে বলেছে, স্কুলের পোশাক ও শিক্ষার্থীদের চেহারার জন্য তাদের ধর্মীয় পরিচয় নির্বিশেষে, রাজ্য এবং পৌর শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ স্বভাব নিশ্চিত করে এবং সেখানে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখে। স্কুলের পোশাক ও শিক্ষার্থীদের উপস্থিতির জন্য নির্ধারিত শর্তাদি ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাজ্য ও পৌর শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ চরিত্র নিশ্চিত করে এবং সেখানে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখে। নতুন নিয়ম নথিটি প্রকাশের এক সপ্তাহ পর থেকে কার্যকর হবে।