বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাই কোর্টের রায় দ্রæত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তার মা রোকেয়া খাতুন। গতকাল রবিবার দুপুরে হাই কোর্টের রায়ের পর কুষ্টিয়া শহরের বাসভবনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এখন একটাই চাওয়া, রায় যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়’।
আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় নিম্ন আদালতে দেওয়া ২০ আসামির মৃত্যুদন্ড এবং পাঁচজনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছে হাই কোর্ট। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে এ রায় দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের আপিল বেঞ্চ। খবর বিডিনিউজের
আসামিদের মধ্যে ফাঁসির দন্ডপ্রাপ্ত চারজন পলাতক রয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে আবরারের মা রোকেয়া খাতুন বলেন, ‘ঘটনার পর থেকে দীর্ঘ ছয় বছর ধরে দেশের মানুষ আমাদের সঙ্গে আছেন। কেউ আমাদের কাছ থেকে দূরে সরে যাননি। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন একটাই চাওয়া, রায় যেন দ্রæত সময়ের মধ্যে কার্যকর হয়। এ রায় কার্যকর হলে ভবিষ্যতে এমন কাজ করতে আর কেউ সাহস পাবে না। সেই সঙ্গে দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে যেন এমন প্রাণঘাতী রাজনীতি না থাকে সেই অনুরোধ করছি’।