রামু প্রতিনিধি
রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে রামু প্রেস ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ আরও ৬ মাস বর্ধিত করা হয়েছে। সোমবার, ১২ মে বিকাল ৪ টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন- রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন।
সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন- রামু প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক ও রামু প্রেস ক্লাবেরসাবেক সহ সভাপতি এসএম জাফর এবং এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া।
অনুষ্ঠানে রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি খালেদ শহীদ, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ও কফিল উদ্দিন, সদস্য প্রসূন বড়ুয়া, হামিদুল হক, এসএম হুমায়ন কবির, কামাল হোসেন, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, মিজানুল হক, মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক আবদুল মালেক সিকদার, কায়েদ আলম কায়সার, এএইচএম জয়নাল আবেদীন, মো. শাহজাহান, মো. ইলিয়াছ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় অতিথির বক্তব্যে রামু প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া বলেন, সাংবাদিকরা জনমানুষের প্রতীক। প্রেস ক্লাব কোন রাজনৈতিক দলের সংগঠন নয়। প্রেস ক্লাব অরাজনৈতিক সংগঠন। প্রেস ক্লাব পেশাদার সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকতা পেশাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না। রামুর সাংবাদিকতার মান অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
রামু প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর বলেন, সাংবাদিকদের সাহসী ও আদর্শিক হতে হবে, সততার মধ্যে থাকতে হবে। তবেই সমাজ ও দেশ উপকৃত হবে। বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে অতিথিবৃন্দ ও উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে রামু প্রেস ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ আরও ৬ মাস (আগামী ১২ নভেম্বর) পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও লিখিত আবেদনের প্রেক্ষিতে দৈনিক দৈনন্দিন এর রামু প্রতিনিধি এএইচএম জয়নাল আবেদীনকে রামু প্রেস ক্লাবের সহযোগি সদস্য করার সিদ্ধান্ত গৃহিত হয়।