রামু প্রতিনিধি
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, কক্সবাজার জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, সব ধরনের বৈষম্য দূরীকরণে নবভী আদর্শের আলোকে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ঐতিহ্যবাহী ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নবপ্রজন্মকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সৈনিকরূপে গড়ে তোলার প্রাণান্তকর প্রয়াস চালিয়ে যাচ্ছে। উম্মাহর কল্যাণে এ প্রয়াসকে উত্তরোত্তর বেগবান করতে হবে।
রামু উপজেলা শাখার নবগঠিত কর্মপরিষদের পরিচিতি উপলক্ষে আয়েজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে নবনির্বাচিত উপজেলা সভাপতি হাফেজ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান আলোচক ছিলেন নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
নবনির্বাচিত উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্টির রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ। বিশেষ আলোচক ছিলেন জেলা ইসলামী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ মিজানুর রহমান।
সভায় হাফেজ নুরুল আলমকে সভাপতি ও হাফেজ দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ইসলামী ছাত্রসমাজের সদ্য গঠিত রামু উপজেলা কর্মপরিষদকে পূর্ণাঙ্গরূপ দেয়া হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি হাফেজ এহছানুল হক, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মদ ইমরান ফয়জী, পাঠাগার ও সাহিত্য সম্পাদক আয়সর মুহাম্মদ জামিম, দফতর সম্পাদক হুমায়ুন রশিদ, সদস্য হাফেজ বুরহান উদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম। সভায় নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। সভায় ফুলের কলি শিশুমঞ্চ রামু উপজেলার নবীন সদস্যরাও অংশ নেন।