রামু প্রতিনিধি
রামুতে বিদ্যুস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শামসুল আলম নামের এক ব্যক্তি। তিনি উপজেলার চাকমারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌজিমেরদ্বীপ এলাকার নুরুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানিয়েছেন, শামসুল আলমের বাড়ির চালু থাকা বিদ্যুৎ সঞ্চালনের তারটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তারটি উপরে তুলে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শামসুল আলম (৫০)। প্রতিবেশীরা তাকে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার-পরিজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।