রামু প্রতিনিধি
কক্সবাজারের রামুতে অস্ত্র ও গোলাবারুদসহ এক যুবদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। আটক যুবদল নেতা মুবিনুর রহমান রুবেল (২৮) গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং কুখ্যাত ডাকাত শাহিনের সেকেন্ড ইন কমান্ড বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বুধবার দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রামু থানা পুলিশ সাংবাদিকদের প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মুবিনুর রহমান রুবেলকে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দেশে তৈরি এলজি, ৫টি কার্তুজ, ৪টি গুলি, রামদা, লোহার রড ও হাতুড়ি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, আটক রুবেল দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাত শাহিনের অন্যতম সহযোগী হিসেবে যুক্ত ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর যুবদলের রাজনীতির প্রভাব খাটিয়ে ডাকাত শাহীনের চোরাচালানসহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ শুরু করেন রুবেল।
এদিকে অস্ত্রসহ যুবদল নেতা আটকের ঘটনায় স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক মাঠে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রামুর যুবদল নেতা এমডি সোহেল রানা ক্ষোভ প্রকাশ করে তার ফেজবুক পোস্টে জানান, ৫ আগস্টের পরে টাকার বিনিময়ে মুবিনুর রহমান রুবেলকে গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। দুঃসময়ের রাজপথে নেতা-কর্মীরা প্রতিবাদ করলেও উপজেলা এবং জেলার নেতারা বিষয়টা আমলে নেয় নাই।
এদিকে মুবিনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গর্জনিয়া শাখার কোনো পর্যায়ের দায়িত্বশীল পদে নেই এবং বর্তমানে যুবদলের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই জানিয়ে বিবৃতি দিয়েছে গর্জনিয়া ইউনিয়ন যুবদল।